দ্য স্পাই ইন ইয়োর ফোন: এনএসও কর্তৃক তথ্যের বিপজ্জনক ব্যবহার
স্বাভাবিকভাবে আমাদের ফোনে আসা নানা রকমের বেনামী মেসেজ এবং তাদের মধ্যে থাকা লিঙ্কে ক্লিক করতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞগণ নিষেধ করে থাকেন। কেননা, সেই লিঙ্কে ক্লিক করা হলে ব্যবহারকারীকে সাথে সাথে অন্য একটি কৃত্রিম ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হয়, যেখান থেকে হ্যাকার ব্যবহারকারীর ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তো, এই হলো হ্যাকিংয়ের স্বাভাবিক পদ্ধতি। কিন্তু আমি যদি আপনাকে বলি যে, বর্তমান প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর কোনো ক্লিক করা ছাড়াই ব্যবহারকারীর ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব! আপনি কী বিশ্বাস করবেন? অবিশ্বাস্য মনে হলেও এই কথা সত্য এবং ইসরাইলি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসও এরূপ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।