রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ: বাংলা সাহিত্যের এক ক্ষণজন্মা নক্ষত্র
রুদ্র ছিলেন প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। ছিলেন এক ক্ষণজন্মা নক্ষত্র। সবকিছু ছাপিয়ে রুদ্রের যে রুপটি বেশি প্রতিভাত হয়েছে, তা হল তাঁর রুদ্ররূপ, প্রতিবাদী রুদ্ররূপ। ব্যক্তিগত মনোকষ্টে ব্যথিত হয়েছেন কিন্তু বাইরে কখনো প্রকাশ করেন নি। সবকিছু ফুটে উঠেছে তাঁর কবিতার লাইনে। রুদ্র ছিলেন কবি, পুরোদস্তুর কবি একজন জাত কবি।