নারীরা কেন ইসলামের দিকে তুলনামূলকভাবে বেশি আগ্রহী হচ্ছে?
আধুনিক এই সময়ে এসে মানুষকে কেবল মিডিয়ার বাঁধা ছকে আটকে রাখা সম্ভব নয়। ইন্টারনেটের সহায়তায় যে কেউই মিডিয়ার বাঁধাধরা বয়ানকে চ্যালেঞ্জ করে প্রকৃত সত্য সম্পর্কে অবহিত হতে পারেন। ইসলাম বিরোধিতায় সমগ্র পশ্চিমা মিডিয়ার এই গাঁটছাড়া বাধা সচেতন মানুষকে আরও সচেতন করে তুলছে। যার ফলে তারা বুঝে উঠতে পারছেন অনবরত মিথ্যাচারের আড়ালে একটি বিরাট সত্যকে কীভাবে লুকিয়ে ফেলা হচ্ছে। কী করে স্বাধীনতা পরিণত হচ্ছে জুলুমে, উদারতার বুলিতে ভুলিয়ে দেয়া হচ্ছে শালীনতা, সংস্কৃতির দোহাই দিয়ে ছুঁড়ে ফেলা হচ্ছে ন্যায়। সেই সঙ্গে হৃদয়ের স্ফুলিঙ্গের সাথে ঐশী বাণীর সংযোগ ঘটছে যাদের, তারাই এসে হাজির হচ্ছেন এই বিশ্বাসের পাটাতনে।