ইকিগাই: জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার উপায়
ইকিগাই একটি জাপানিজ শব্দ যার অর্থ দাঁড়াই “বেঁচে থাকার একটি কারণ বা জীবনের লক্ষ্য”। ধরা হয় যে আমাদের প্রত্যেকের জীবনের ইকিগাই রয়েছে যেটি কারো জীবনের প্যাশনের মাধ্যমে খুঁজে বের করা যায়। আপনারও কি নিজের ইকিগাই খুঁজে নেয়া উচিত নয়? বলা হয় যে ইকিগাই খুঁজে পেলে আপনি আরও দীর্ঘ এবং আনন্দময় জীবন যাপন করতে পারবেন।